যেভাবে খুন হন সেনা কর্মকর্তা তানজিম

যেভাবে খুন হন সেনা কর্মকর্তা তানজিম 



মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভোররাত ৩ টার দিকে এ ঘটনা ঘটে। এঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।  

আরও পড়ুন : এখানে ........

নিহত সেনা কর্মকর্তার নাম মো. তানজিম সারোয়ার নির্জন (২৩)। তিনি সেনাবাহিনীর লেফটেন্যান্ট পদে কর্মরত ছিলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে লেফটেন্যান্ট তানজিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, লেফটেন্যান্ট তানজিমের বাড়ি টাঙ্গাইল জেলায়। তিনি ৮২তম দীর্ঘমেয়াদি কোর্সে ২০২২ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে আর্মি সার্ভিস কোরে (এএসসি) কমিশন লাভ করেন।

অভিযানে যৌথ বাহিনী ঘটনাস্থল থেকে তিন ডাকাতকে আটক করেছে বলে আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। পাশাপাশি দেশে তৈরি একটি বন্দুক, ছয়টি গুলিও উদ্ধার করে সেনাবাহিনী।

স্থানীয় লোকজন জানিয়েছেন, পূর্ব মাইজপাড়ার মাছ ব্যবসায়ী রেজাউল করিমের বাড়িতে ডাকাত দল হানা দিয়েছে এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল অভিযান চালায়। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় লেফটেন্যান্ট তানজিম সারোয়ার এক ডাকাতকে ধাওয়া করে ধরে ফেলেন। তবে ওই ডাকাত তখন তানজিমের মাথায় ও গলায় উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে সেনা কর্মকর্তা তানজিম মাটিতে লুটিয়ে পড়েন। পরে সেনাবাহিনীর অন্য সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিকভাবে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

No comments

Security Camera System

  Security Camera System https://shiokambing1.org/ SHIOKAMBING 1 hardirkan pelayanam CS24 jam, minimal bet 200 perak,  dan akses situts cepa...

Theme images by merrymoonmary. Powered by Blogger.