পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

 পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪



পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ Dgfp Job Circular 2024 কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন এমসিএইচ সার্ভিসেস ইউনিটের উদ্যোগে এবং ইউএনএফপিএ এর অর্থায়নে প্রাতিষ্ঠানিক প্রসব সেবা জোরদার করার লক্ষ্যে ২ টি মা ও শিশু কল্যাণ কেন্দ্র (সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার মধ্যনগর ও নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার কানকিরহাট) এবং বান্দরবান, সুনামগঞ্জ, চাঁদপুর ও নোয়াখালী জেলার ১৪ টি নির্বাচিত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সম্পূর্ন অস্থায়ী ভিত্তিতে প্রকৃত যোগ্যতাসম্পন্ন বাংলাদেশের স্থায়ী (মহিলা) নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহবান করা যাচ্ছে।

পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ সংক্ষেপে




সংক্ষেপে বিবরনঃ পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এ মোট ০১টি ক্যাটাগরিতে ৩২ জন নিয়োগ দেওয়া হবে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ৩১ জুলাই ২০২৪ দ্য ডেইলি অবজার বিডি পত্রিকায় ও অফিসিয়াল ওয়েবসাইটে । আবেদন শুরু ৩১ জুলাই ২০২৪ইং এবং আবেদনের শেষ তারিখ ১৮ আগস্ট ২০২৪ইং। নিম্নে পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর আবেদনের সকল নিয়ম ও শর্তাবলী দেওয়া হয়েছে তা মনোযোগ দিয়ে দেখুন যাতে আবেদন করতে কোন ভুল না হয়। 

এছাড়া আবেদন করার আগে নিচে দেওয়া পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর অফিসিয়াল বা মূল বিজ্ঞপ্তিটি দেখুন। Dgfp Job Circular 2024   

 

পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ শূন্যপদের তথ্য

(০১) পদের নাম: মিডওয়াইফ

পদ সংখ্যাঃ ৩২ টি

বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ) 

বেতন সর্বসাকুল্যেঃ ৩০,০০০/- (ত্রিশ) হাজার টাকা।।  

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ

৩ বছর মেয়াদী ডিপ্লোমা ইন মিডওয়াইফারী পরীক্ষায় উত্তীর্ণ এবং বিএনএমসি (BNMC) কর্তৃক স্বীকৃত | সার্টিফিকেটধারী হতে হবে। প্রজনন স্বাস্থ্য, মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ।

পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর অফিসিয়াল নোটিশ


পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিয়োগ আবেদনের নিয়মাবলি

১। প্রার্থীদের অবশ্যই আগামী ১৮/০৮/২০২৪ খ্রিঃ তারিখ বিকাল ০৫:০০ ঘটিকার মধ্যে নিম্নবর্ণিত কাগজপত্রের স্ক্যান কপিসহ পরিচালক (এমসিএইচ- সার্ভিসেস) বরাবর ই-মেইল: jobsmidwifemchsfp@gmail.com -এ আবেদন করতে হবে। 

২। অনলাইনে কোন প্রার্থী আবেদনপত্র প্রেরণে ব্যর্থ হলে সরাসরি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ সার্ভিসেস ইউনিটে নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দেয়া যাবে। অসম্পূর্ন ও ত্রুটিযুক্ত আবেদন সরাসরি বাতিল বলে গন্য হবে।

৩। আবেদনপত্রে স্পষ্টাক্ষরে বাংলায় প্রার্থীর (ক) নিজ নাম (খ) পিতার নাম (গ) স্বামীর নাম (প্রযোজ্য ক্ষেত্রে) (ঘ) মাতার নাম (ঙ) বর্তমান ঠিকানাঃ গ্রাম-মহল্লা, ডাকঘর, পোষ্ট কোড নং, উপজেলা, জেলা (চ) স্থায়ী ঠিকানা : গ্রাম-মহল্লা, ডাকঘর, পোষ্ট কোড নং, উপজেলা, জেলা (ছ) শিক্ষাগত যোগ্যতা (জ) জাতীয়তা (ঝ) জন্ম তারিখ (ঞ) ধর্ম (ট) অভিজ্ঞতা (ঠ) বৈবাহিক অবস্থা (সন্তান সংখ্যা প্রযোজ্য ক্ষেত্রে) (ড) ই-মেইল ঠিকানা (ঢ) মোবাইল নং (গ) জাতীয় পরিচয়পত্রের নম্বর 

৪। আবেদনপত্রে স্বাক্ষর অবশ্যই থাকতে হবে।

No comments

Security Camera System

  Security Camera System https://shiokambing1.org/ SHIOKAMBING 1 hardirkan pelayanam CS24 jam, minimal bet 200 perak,  dan akses situts cepa...

Theme images by merrymoonmary. Powered by Blogger.